দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দলের নেতৃত্বে ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। পাঁচ ম্যাচের জন্য মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের দলে স্বাগতিকদের একমাত্র নতুন মুখ প্রবথ জয়সুরিয়া।
চলতি বছরের জানুয়ারিতে পুনরায় শ্রীলঙ্কা দলে ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হন ম্যাথুজ। কিন্তু বছরের শুরুতে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচে পুনরায় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে একটি মাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলার পরই পুনরায় মাঠের বাইরে থাকতে হয় তাকে।
ওই ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়া দল থেকে বাদ পড়েছেন ছয় ম্যাচ নিষিদ্ধ থাকা (দুই টেস্ট ও চার ওয়ানডে) দিনেশ চান্ডিমাল ও ‘অসদাচরণের’ অভিযোগ ওঠা দানুষকা গুনাথিলাকা। দলে জায়গা হারিয়েছেন আসেলা গুনারত্নে, দুশমন্ত চামিরা, নুয়ান প্রদীপ, শেহান মাদুশাঙ্কা ও বানিদু হাসারাঙ্গাও।
আগামী ২৯ জুলাই ডাম্বুলার ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ১ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ৫ এবং ৮ আগস্ট যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ম্যাচ হবে পাল্লেকেলেতে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।
ওয়ানডের পর ১৪ আগস্ট কলম্বোতে একমাত্র টি-২০ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা।
শ্রীলংকা দল : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দাসুন শানাকা, কুসল জেনিথ পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিজ, থিসারা পেরেরা, নিরোশান ডিকবেলা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, আকিলা ধনঞ্জয়া, প্রবথ জয়সুরিয়া ও লক্ষণ সান্দাকান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম