ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বরূপেই দেখা গেছে টাইগারদের। একই সঙ্গে ক্যারিবীয়দের বিপক্ষে ৪৮ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টিম বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডে জিতেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
দ্বিতীয় ওয়ানডেতেও সেই ধারা ধরে রেখে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে গায়নার প্রোভিডেন্স স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত সাড়ে ১২টায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম