ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বরূপেই দেখা গেছে টাইগারদের। একই সঙ্গে ক্যারিবীয়দের বিপক্ষে ৪৮ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টিম বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডে জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।
সেই লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গায়নার প্রোভিডেন্স স্টেডিয়ামে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় রাত সাড়ে ১২টায়।
এর আগে টসে জিতেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিরিজ জয়ের লক্ষ্যে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন তিনি।
বাংলাদেশ একাদশ
১. তামিম ইকবাল
২. এনামুল হক বিজয়
৩. সাকিব আল হাসান
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ
৬. মোসাদ্দেক হোসেন
৭. সাব্বির রহমান
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)
১০. রুবেল হোসেন
১১. মোস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/ ২৬ জুলাই ২০১৮/ ওয়াসিফ