ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টিম বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে সূচনাটাও দারুণ হয়েছে টাইগারদের। তবে ক্যারিবীয়দের হয়ে একাই লড়াই করে গেছেন শিমরন হ্যাটমায়ার। টাইগার বোলারদের তোপের মুখেও সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
এদিন ম্যাচেই শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে স্বাগতিকদের। তবে ব্যাট হাতে একাই লড়তে থাকেন হ্যাটমায়ার। অবশেষে ৮৪ বলে ১০০ রান তুলে নেই তিনি। যার মধ্যে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।
এর আগে সিরিজ জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গায়নার প্রোভিডেন্স স্টেডিয়ামে মাঠে নামে টিম বাংলাদেশ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।
বিডি প্রতিদিন/ ২৬ জুলাই ২০১৮/ ওয়াসিফ