সময়টা দারুণ যাচ্ছে তামিম ইকবালের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও তুলে নিয়েছেন অর্ধ শতক।
ক্যারিবীয়দের বিপক্ষে ৪৮ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টিম বাংলাদেশ। তাই সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নেমেছে সাকিব-মুশফিকরা। এর আগে গায়নার প্রোভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি।
এদিন ম্যাচের শুরু থেকেই দেখে-শুনে খেলেন টাইগার ওপেনার তামিম। শুরুতেই আরেক ওপেনার এনামুলের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু তামিম-সাকিব জুটির দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে চলে রানের চাকা। এরই মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। ৭১ বলে ৬টি বাউন্ডারি হাঁকিয়ে অর্ধ শতক পূরণ করেন তামিম।
বিডি প্রতিদিন/ ২৬ জুলাই ২০১৮/ ওয়াসিফ