ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের প্রভিডেন্স স্টেডিয়ামে ১ ছক্কা ও ৫টি চারের মারে ৬৭ বলে ৬৮ রান করেন মুশফিক। তবে মুশফিকের লড়াকু ব্যাটিংয়ে ভর করেও জিততে পারেনি বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে বাংলাদেশেকে ৩ রানের আক্ষেপে পুড়িয়েছে গেইল-হোল্ডাররা।
এদিন প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৭২ রানের টার্গেট দেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে বেশ ভাল সূচনা এনে দেন বিজয় ও তামিম। ৯ বলে ২ ছক্কা ও দুটি চারের মারে ২৩ রান করেন বিজয়। এরপর তামিম ও সাকিবের জুটিতে ধীর গতিতে এগুতে থাকে বাংলাদেশ। দলীয় ১২৯ রানে ৮৫ বলে ৫৪ রান করে আউট হন। ১৬ রানে ব্যবধানে আউট হন সাকিবও। সাকিব করেন ৭২ বলে ৫৬ রান।
এরপর মুশফিক ও মাহমুদুল্লাহ দলের হাল ধরেন। দুজনের জুটি থেকে আসে ৮৭ রান। ব্যক্তিগত ৩৯ রানে মাহমুদুল্লাহ রান আউট হলে বিপাকে পড়ে বাংলাদেশ। কিন্তু মুশফিকুর রহিম অনেকটাই টেনে তুলেন বাংলাদেশকে। ১ ছক্কা ও ৫টি চারের মারে ৬৭ বলে ৬৮ রান করেন মুশফিক কিন্তু শেষ রক্ষা হয়নি। সাব্বির-মোসাদ্দেকরা আজও জ্বলে উঠতে পারেননি। ফলে ৩ রানের হারের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। আর এ জয়ে সিরিজে সমতায় ফিরেছে ক্যারিবীয়রা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান