ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন জার্মান তারকা ফুটবলার মেসুত ওজিল। রাশিয়া বিশ্বকাপে জার্মানির ভরাডুবির পর অনেক উগ্রবাদী জার্মান সমর্থকই এই অ্যাটাকিং মিডফিল্ডারকে কাঠগড়ায় দাঁড় করান। এতোদিন এসব বিষয় গায়ে মাখেননি ২০১৪ বিশ্বকাপ জয়ের জার্মান নায়ক। তবে আর নিতে পারছিলেন না আর্সেনালের এই মিডফিল্ডার। ফলে তুর্কী বংশোদ্ভূত জার্মান ফুটবলার মেসুত ওজিল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার কথা ঘোষণা দিয়েছেন।
ওজিল মূলত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে ছবি তুলে সমালোচনার মুখে পড়েন। গত মে মাসে লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ছবিটি প্রকাশ করেন। এই সমালোচনার ঝড় বয়ে চলে পুরো রাশিয়া বিশ্বকাপ জুড়ে। এমনকি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই জার্মানির বিদায়ে অনেকে ওজিলকেই দায়ী করা হয়। এর জেরে জার্মানিতে 'বর্ণবাদ এবং অসম্মানের' শিকার হয়েছেন ওজিল।
কিন্তু অবসরের ঘোষণা দিয়েও সমালোচনা থেকে মুক্তি মিলছে না ওজিলের। এমন অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন নিজ ক্লাব আর্সেনাল কোচ উনাই এমেরির। শিষ্যকে আগলে রেখে তিনি বলেছেন, 'আমি তার (ওজিল) সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন স্বাভাবিক অবস্থায় আসতে তাকে সব ধরনের সহযোগিতা করব। আর্সেনাল একটি বাড়ি। আমরা সেখানকার সদস্য। ওজিল আমাদের পরিবারের সদস্য। ওকে সব সুবিধাই দেব।'
বিশ্বকাপের আগে গেল মে মাসে লন্ডনে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন ওজিল ও ইকাই গুন্দোগান। ওই সময় তাকে আর্সেনালের জার্সি উপহার দেন তারা। সেই ছবি ভাইরাল হওয়ায় চরম রোষানলে পড়েন ওজিল। তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় জার্মানির গণমাধ্যম রীতিমতো তার ওপর মানসিক অত্যাচার চালায়। একপর্যায়ে জার্মানদের কাছে বর্ণবৈষম্য ও অসম্মানের শিকার হতে হয়। মৃত্যুর হুমকিও পান। শেষ পর্যন্ত তা সহ্য করতে না পেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ওজিল।
আর্সেনাল দল প্রাক-মৌসুম প্রস্তুতি সারতে এখন সিঙ্গাপুরে অবস্থান করছে। সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে অংশ নেবে দ্য গার্নাররা। দলের সঙ্গে রয়েছেন ওজিলও।
বিডি প্রতিদিন/এনায়েত করিম