লর্ডস টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা আলোচনা-সমালোচনা। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি মনে করছেন, একজন বাড়তি ব্যাটসম্যান খেলালে ভালই হবে ভারতের। কিন্তু একজন বোলার কমিয়ে বাড়তি ব্যাটসম্যান খেলানোর পক্ষপাতী নয় ভারতীয় দলের বোলিং কোচ বি. অরুণ। তার মতে, একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোটা খুব বেশি রক্ষণশীলতার পরিচয় হয়ে যাবে।
মঙ্গলবার লর্ডসে সাংবাদিকদের অরুণ বলেন, ‘‘লর্ডসে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোটা রক্ষণশীলতার পরিচয় হয়ে যাবে। উইকেট কেমন হচ্ছে, সেটা দেখতে হবে। আমার মনে হয়, এখানকার পিচ এজবাস্টনের মতো হবে না। এখানে পাঁচ বোলার খেলানোই ভাল হবে।’’
অরুণ জানালেন, আরও একটা দিন দেখে প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বোলিং কোচের মন্তব্য, ‘‘আমরা পিচটা আরও দেখতে চাই। এজবাস্টনে আমাদের বোলাররা খুব ভাল বল করেছে। তাই একমাত্র পিচ যদি অন্য রকম কিছু হয়, তাহলেই রণনীতি বদলানোর কথা ভাবা যেতে পারে।’’
বিডি প্রতিদিন/ ৯ আগস্ট ২০১৮/ ওয়াসিফ