পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার পিসিবি কেন্দ্রীয় চুক্তি প্রকাশের পরই রাগে-ক্ষোভে এ সিদ্ধান্ত নিলেন এ অলরাউন্ডার। কারণ নতুন চুক্তিতে হাফিজকে 'এ' গ্রেড থেকে 'বি' গ্রেডে নামিয়ে দিয়েছে পিসিবি। ফলে কর্মকর্তাদের সিদ্ধান্তে অপমানিত বোধ করেই অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।
জানা যায়, কেন্দ্রীয় চুক্তিতে হাফিজকে 'বি' ক্যাটাগরিতে নামিয়ে তার পরিবর্তে নতুন তারকা বাবর আজমকে 'এ' ক্যাটাগরিতে নিয়ে আসা হয়।
পিসিবির এমন ঘোষণার পর হাফিজ এক সংবাদ সম্মেলনে বলেন, 'দেশের হয়ে এতগুলো বছর জীবনের সবটা দিয়ে খেলার পর এমনটি আমার প্রাপ্য ছিল না।'
পাকিস্তানের হয়ে দীর্ঘ ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন হাফিজ। তার মতো স্পিনার অলরাউন্ডার পাকিস্তানের ক্রিকেটে কমই এসেছে। দেশের হয়ে এ পর্যন্ত ৫০ টেস্ট ও ২০০ ওয়ানডে ও ৮৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন হাফিজ।তিন ধরনের ফরম্যাট মিলিয়ে হাফিজের সংগ্রহ ১০ হাজার রান এবং দুই শতাধিক উইকেট। টেস্টে ডাবল সেঞ্চুরির পাশাপাশি ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কয়েক দিন আগে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল হাফিজের। সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়ে কাপ জেতে পাকিস্তান। তবে ওই টুর্নামেন্টে পঞ্চম ম্যাচে খেলতে অস্বীকার করেছিলেন হাফিজ। চলতি বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ভালো খেলেছিলেন হাফিজ।
আগামী বছর ইংল্যান্ডে হতে চলা বিশ্বকাপে হাফিজকে রেখেই গুটি সাজাচ্ছে পাকিস্তান। সেখানে হাফিজ আচমকা অবসর নিয়ে নিলে সমস্যায় পড়বে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/ ই-জাহান