শোয়েব আখতার থেকে মোহম্মদ আমির। সাবেক থেকে বর্তমান সময়ের পাকিস্তানের ক্রিকেটাররাও বিরাট কোহলির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন। এই তালিকায় নতুন সংযোজন আজহার মাহমুদ।
লন্ডনের রাস্তায় বুধবার বিরাটের সঙ্গে দেখা হয়ে যায় সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডারের। টুইটারে একটি ছবি পোস্ট করেছেন আজহার। যে ছবিতে বিরাটের পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সঙ্গে আজহার লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ায় দারুণ লাগল। শুধু তরুণরা নয়, আমাদের মতো বুড়োদেরও অনুপ্রেরণা বিরাট।’
গত বুধবার অনুশীলন থেকে বের হবার পরেই আজহার মাহমুদের সঙ্গে দেখা হয়ে যায় বিরাটের। হাজার ব্যস্ততার মাঝেও সাবেক এই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে দাঁড়িয়ে গল্প করেছেন ভারত অধিনায়ক। ছবি তুলেছেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর