রাশিয়া ব্শ্বিকাপে পুরো ফুটবল জগতের নজর কেড়েছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। শতবছরের পুরোনো ফুটবল ক্লাব চেলসির গোলপোস্টে দীর্ঘদিন প্রহরী হিসেবে ছিলেন তিনি। তবে এবার এবার মাদ্রিদে ফিরলেন কুর্তোয়া। সই করলেন রিয়াল মাদ্রিদে।
চেলসি থেকে ৩৫ মিলিয়ন ইউরোয় বিশ্বকাপে সোনার গ্লাভস বিজয়ী গোলকিপারকে কিনেছে লস ব্ল্যাঙ্কোসরা। বৃহস্পতিবার সমর্থকদের সামনে কুর্তোয়াকে নিয়ে আসা হয় ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে।
অন্যদিকে, প্রথম দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় রিয়েল থেকে চেলসিতে লোনে গেলেন ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ ফাইনালে খেলা মাতেও কোভাসিচ। তবে কুর্তোয়ার আগে রিয়েলে আসার কথা ছিল অ্যাটলেটিকো বিলবাওয়ের গোলকিপার প্রতিভাবান গোলকিপার কেপা আরিজাবালাগার। কিন্তু শেষমূহূর্তে কুর্তোয়াকে সই করাল রিয়াল।
এদিকে, কুর্তোয়া আসায় রিয়ালে গত মৌসুমে ভাল খেলা গোলকিপার কেলর নাভাসের বিদায় প্রায় নিশ্চিত। যদিও এক ফুটবল ওয়েবসাইটে তিনি জানিয়েছেন, এখনই ক্লাব বদল করবেন না তিনি।
বিডি প্রতিদিন/ ১০ আগস্ট ২০১৮/ ওয়াসিফ