টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নাম প্রত্যাহার করে নেওয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মাহমুদুল্লাহ রিয়াদ। সিপিএলের পঞ্চম আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেললেও এবার তিনি খেলছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে। ইতোমধ্যে একটি ম্যাচও খেলেছে ফেলে ক্রিস গেইলের নেতৃত্বাধীন দলটি। তবে হেরে যাওয়া সেই ম্যাচে দেখা যায়নি দুর্দান্ত ফর্মে থাকা মাহমুদুল্লাহকে। আগামীকাল রবিবার ভোরে আবারও মাঠে নামছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। এখন দেওয়ার বিষয় মাহমুদুল্লাহকে একাদশে সুযোগ দেওয়া হয় কিনা।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দল: ক্রিস গেইল (অধিনায়ক), এভিন লুইস, টম কুপার, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, মাহমুদউল্লাহ রিয়াদ, ইব্রাহিম খলিল, জ্যাভেল গ্লেন, তাব্রাইজ শামসি, শেল্ডন কটরেল, গ্রেম ক্রিমার, সন্দ্বীপ লামিচানে, জেরেমিয়া লুইস, আলজারি জোসেফ, বেন কাটিং, কার্লোস ব্রাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, ডেভন স্মিথ।
এক নজরে সেন্ট কিটসের পরবর্তী ম্যাচের সময়সূচি-
তারিখ প্রতিপক্ষ সময়
১২ আগস্ট ত্রিনবাগো নাইট রাইডার্স সকাল ৬.৩০ মিনিট
১৬ আগস্ট জ্যামাইকা তালাওয়াস ভোর ৫.৩০ মিনিট
২২ আগস্ট সেন্ট লুসিয়া স্টার্স ভোর ৪.৩০ মিনিট
২৬ আগস্ট বার্বাডোস ট্রাইডেন্টস রাত ২.৩০ মিনিট
২৯ আগস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ভোর ৪.৩০ মিনিট
৩১ আগস্ট সেন্ট লুসিয়া স্টার্স ভোর ৪.৩০ মিনিট
২ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্স ভোর ৪.৩০ মিনিট
৩ সেপ্টেম্বর জ্যামাইকা তালাওয়াহস ভোর ৪.৩০ মিনিট
৫ সেপ্টেম্বর বার্বাডোস ট্রাইডেন্টস ভোর ৪.৩০ মিনিট
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৮/মাহবুব