ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গত বৃহস্পতিবার পাকিস্তানের জলে গুণে গুণে ১৪টি গোল দেয় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে শামসুন্নাহার একাই করেছেন ৫ গোল। দুটি করে গোল করেছেন তহুরা খাতুন, আনাই মগিনি ও সাজেদা খাতুন। বাকি ৩ গোল করেছেন মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও আখি খাতুন। চলুন দেখে নেওয়া যাক সেই সেই ম্যাচে গোলের ভিডিও।
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৮/মাহবুব