ফের প্লে-ব্যাক গায়ক হিসেবে দেখা গেল ডিজে ব্রাভোকে। তবে এবার সেই সুরে তাল মিলিয়েছেন স্বয়ং শাহরুখ খান। শাহরুখের ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগে তার ত্রিবাঙ্গ নাইট রাইডার্স দলের জন্য গান গেয়েছেন ব্রাভো।
ম্যাচ জেতার পর 'চ্যাম্পিয়ন' গানটি গেয়ে সকলের মন জয় করেছিলেন এই অল রাউন্ডার। সেই গানের নোটেশনে এবার শাহরুখের দলের জন্যে থাকবে 'Bowl them Out'। এই গানের ভিডিওতে ব্রাভোর সঙ্গে নাচতে দেখা গেছে কিং খানকে।
ইতিমধ্যে ঘনঘন শেয়ার হওয়া শুরু হয়েছে ভিডিওটি। ডোয়েন ব্র্যাভো নিজেই ভিডিওটি শেয়ার করার সময় জানিয়েছেন, এই গানের কথা তিনি নিজেই লিখেছেন। প্রযোজনা করেছেন উইজ। তবে এই সুযোগটি পাওয়ার জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাভো।
এছাড়াও আরেকটি টুইট করে তিনি জানান, আমি বলিউডের সর্বশ্রেষ্ঠ হিরো, যিনি বর্তমানে টিকেআর এর মালিক, তার জন্যই গানটি গাইতে পেরেছি।
তিনি আরও জানান আমারা জজো, উইজ, ডেক্সটার থমাস, কালেভিরর্ধার ভিডিও প্রোডাকশন কে সঙ্গে না পেলে এটি সম্ভব হত না। এই গানটি ব্রাভো উৎসর্গ করেছেন তার ভক্তদের উদ্দেশে।
এর আগে, শাহরুখ টুইটারে তার টাইমলাইনে শেয়ার করেছেন এবং লিখেছেন, আমার বন্ধু এবং ক্যাপ্টেন ডিজে ব্রাভো গানটির মধ্যে দিয়ে নাইট বাহিনী কেমন খেলে তার বর্ণনা দিয়েছেন।
চলতি বছরেই ৪ অগাস্ট শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ। সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ অবধি চলবে এই সিরিজ।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৮/আরাফাত