ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে নেপালের কাছে ৪-০ গোলে হেরে নবাগত পাকিস্তান বিদায় নিয়েছে। এতে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশের মেয়েরা। ফলে সেমিফাইনালে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হলো নেপালও।
এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের জলে গুণে গুণে ১৪টি গোল দেয় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে শামসুন্নাহার একাই করেন ৫ গোল। দুটি করে গোল করেন তহুরা খাতুন, আনাই মগিনি ও সাজেদা খাতুন। বাকি ৩ গোল করেন মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও আখি খাতুন।
আগামী ১৩ আগস্ট বাংলাদেশ ও নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।
এদিকে ‘এ’ গ্রুপে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে শ্রীলঙ্কা ছিটকে যাওয়ায় ভুটানের সঙ্গে সেরা চারে উঠেছে ভারত। ১৩ আগস্ট গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-ভুটান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম