বোলারদের দাপটের পর এবার ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে টিম ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ও ক্রিস ওকসের ব্যাটিং দাপটে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে ইংলিশরা। দ্বিতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৫ উইকেটে ২২৮।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেও ব্যার্থ ভারতীয় লাইন আপ। প্রথম দিনেই ১০৭ রানেই অল আউট হয়ে যায় কোহলিরা। অ্যান্ডারসন নেন ৫ উইকেট।
ভারতীয়দের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন অল-রাউন্ডার রবীন্দ্রচন্দ্র অশ্বিন। তাছাড়া বিরাট কোহলি করেন ২৩ রান।
অন্যদিকে ওকস-বেয়ারস্টোর ইংলিশরা ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন। অ্যালিস্টার কুক তোলেন ২১ রান। এছাড়া জেনিংস ১১, রুট ১৯, পোপ ২৮ রান তোলেন ।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৮/আরাফাত