দর্শক পেটানো, নারী কেলেঙ্কারি ও ফেসবুকে ভক্তকে হুমকিসহ নানা বিতর্কের জন্ম দেওয়া সাব্বির রহমানকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। অার এ নিষেধাজ্ঞা কার্যকর হবে চলতি মাসের ১ তারিখ থেকে।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘সাব্বিরের শাস্তির ব্যাপারে শৃঙ্খলা কমিটির যে সুপারিশ করেছিল তাতে বিসিবি সভাপতি সম্মতি দিয়েছেন। ১ সেপ্টেম্বর থেকে সাব্বিরের শাস্তি কার্যকর হবে।’
এর আগে গত শনিবার সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানায় বিসিবির শৃঙ্খলা কমিটি। এদিন জাতীয় দলের আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকে সতর্ক করা হয়।
সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ফেসবুকে এক ভক্তকে বাজে ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। যদিও সাব্বির জানিয়েছেন, তখন তার ফেসবুক হ্যাকড হয়েছিল। তবে শাস্তির বিবেচনায় তার আগের সব বিতর্কিত কর্মকাণ্ডও গুরুত্ব পেয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান