ইতালির ক্লাব জুভেন্টাসের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদো এখনও নিজেকে মেলে ধরতে না পারলেও ক্লাবের শুরুটা দুর্দান্ত হয়েছে। রোনালদো গোল না পেলেও তিন ম্যাচেই জয় পেয়েছে জুভেন্টাস। তারপরও ক্লাবটির কোচ নতুন এই তারকাকে প্রশংসায় ভাসালেন। পাশাপাশি, ইতালিতে যে ৪০ গোল করা কঠিন সেটাও শিষ্যকে স্মরণ করিয়ে দিয়েছেন।
পার্মার বিরুদ্ধে জয়ের পর ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি বলেন, ‘তার জন্য একটা দারুণ ম্যাচ ছিল। তবে ইতালিতে ডিফেন্সটা অনেক বেশি জমাট। একজন কুশলী খেলোয়াড় হিসেবে এই বিষয়ে রোনালদো বেশ সচেতন। ইতালিতে ৪০ গোল (এক মৌসুমে) করা যেকোনো লিগের চেয়ে কঠিন।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ