নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু।
এতে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শাহজাহান নাসিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেওয়াজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর, কাদির হানিফ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, আন্ডারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বকসি, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সাবু।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নেয়াজপুর ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে কাদির হানিফ ইউনিয়ন জয় লাভ করে।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) থেকে শনিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত চলমান এই টুর্নামেন্টে সদর উপজেলার মোট ১৩টি ইউনিয়ন অংশগ্রহণ করবে।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব