এশিয়া কাপের ১৪তম আসরের শুরুটা দুর্দান্ত হয়েছে টিম বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে জয় পায় টাইগাররা। কিন্তু পরের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে হার মানতে হয় সাকিবদের। তবে হারের ব্যাপারে কোন অজুহাত দিতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।
এদিকে, আফগানদের বিপক্ষে এদিন দলে ছিলেন না তামিম ইকবাল-মুশফিক-মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা। তাদের অনুপস্থিতি দলের উপর প্রভাব ফেলেছে, এমনটাও মানতে নারাজ অধিনায়ক। তার মতে, যোগ্যতা দিয়েই বাকীরা দলে এসেছে।
তিনি বলেন, ‘এই ম্যাচের কোন অজুহাত দিতে চাই না। যারা খেলেছে ম্যাচে তারাও যোগ্য বলেই স্কোয়াডে জায়গা পেয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলার সামর্থ্য ওদেরও আছে। এক্ষেত্রে কোন অজুহাত চলে না। আমাদের পারফরম্যানসই ছিলো হতাশাজনক।’
কোনো ম্যাচই মূল্যহীন নয় এমনটাই মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না মনোযোগে ঘাটতি ছিল। জেতার জন্যই নেমেছিলাম ছিলাম আমরা। চল্লিশ ওভার পর্যন্ত আমরা ঠিকঠাকই ছিলাম। তারপর ওরা এগিয়ে গেছে। তবে সংশয় বলতে একটা ব্যাপার ছিল যে আজকে (বৃহস্পতিবার) খেলে আবার কালকে (শুক্রবার) খেলতে হবে। কিভাবে ম্যাচটিকে নেব আমরা, এটি বোঝার ব্যাপার ছিল। তবে হেরে যাওয়ার পর অজুহাত দিয়ে লাভ নেই। দিতেও চাই না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ