নিশ্চিত ড্র’র দিকে আগাচ্ছে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াত স্টেডিয়ামে চলমান ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগের বরিশাল-রাজশাহীর মধ্যকার ৪ দিনের ম্যাচ। মাঠ ভেজা থাকায় প্রথম দুই দিনের খেলা পরিত্যাক্ত হলেও গতকাল বুধবার তৃতীয় দিনেই জমে ওঠে খেলা। এদিন টসে হেরে ব্যাটিংয়ে নামা বরিশাল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে নুরুজ্জামান সর্বোচ্চ ৩৮ রান করেন। সফরকারি দলের বোলার ফরহাদ রেজা সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করে। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দিন শেষে ৩৪ ওভারে ১২৫ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
আজ চতুর্থ দিন আরও ৩০ রান যোগ করে প্রথম ইনিংসে ১৫৫ রানে অল আউট হয় রাজশাহী। দলের পক্ষে মোক্তার আলী সর্বোচ্চ ৫৯ রান করেন। সফরকারী দলের বোলার সোহাগ গাজী এবং তানভীর ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন।
২২ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বরিশাল। ব্যক্তিগত ৯ রানে সাঁজঘরে ফিরে যায় ওপেনার রাফসান আল মামুদ। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৯ ওভারে ৭৩ রান করে স্বাগতিকরা। ৫১ রানে ক্রিজে রয়েছেন বরিশালের ওপেনার শাহরিয়ার নাফিজ এবং ১২ রানে শামসুল ইসলাম অমি।
দীর্ঘ ৯ বছর পর বরিশালে গত সোমবার (১৫ অক্টোবর) জাতীয় ক্রিকেট লীগের ৪ দিনব্যাপী ম্যাচ শুরুর কথা থাকলেও মাঠ অনুপযোগী থাকায় প্রথম দুইদিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। একই ভেন্যুতে ২৯ অক্টোবর বরিশাল ও খুলনার মধ্যাকার খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার