স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার কাণ্ডের পরে 'নতুন' অস্ট্রেলিয়াকে বিশ্বক্রিকেটে হাজির করতে চেয়েছিল অস্ট্রেলীয় ক্রিকেট সংস্থা। নিজেদের ভাবমূর্তি বদলাতে স্লেজিং বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল অস্ট্রেলিয়া। আগ্রাসী ক্রিকেটের বদলে স্পিরিট মেনে ক্রিকেট খেলার বার্তা দেওয়া হয়েছিল।
কিন্তু অস্ট্রেলিয়ানরা মাঠে ক্রিকেট খেলবে আর স্লেজিং করবে না, তা হয় নাকি। তাই প্রথম টেস্ট তৃতীয় দিন গড়াতেই দেখা গেল চিরচেনা ‘কুখ্যাত’ অস্ট্রেলীয় স্লেজিংকে। যার শিকার স্বয়ং লোকেশ রাহুল। মাঠেই দেখা গেল প্যাট কামিন্সের হাত ধরে অজিদের সেই মূর্তি।
অস্ট্রেলিয়ার থেকে প্রথম ইনিংসে ১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে মুরলি বিজয় প্রাথমিক ঝড় সামলে নিচ্ছিলেন। সেই সময়েই রাহুলের সঙ্গে লেগে যায় প্যাট কামিন্সের। গতিময় পিচে আগুন ছোটাচ্ছিলেন কামিন্স। ১১তম ওভারে একটি বলে অফ স্ট্যাম্পের বাইরে পরাস্ত হন লোকেশ। তারপরের বলেই অবশ্য কাট শটে বল থার্ডম্যানের বাইরে দিয়ে সীমানা পার করে দেন ভারতীয় ওপেনার।
এরপর কামিন্স স্লেজিংয়ের পন্থা নেন। ক্রিকেট অস্ট্রেলিয়া.কম.এইউ-এ একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা যায় কামিন্স রাহুলকে কিছু একটা বলছেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত