পুলিশ এবং রসিকতা, এই শব্দ দু'টো যেন একসঙ্গে যায় না। কিন্তু বাস্তবে তেমনটাই হল। বিরাট কোহলিদের নিয়ে নিউজিল্যান্ডের পুলিশ এমনটাই করল। যা দেখে চমকে উঠল ইন্টারনেট দুনিয়া।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ও একদিনের সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ডে গিয়েও বিরাট কোহলির ভারত অপ্রতিরোধ্য হয়ে উঠছে। আর তাই এবার বিরাটের দল ভাসছে প্রশংসায়। তবে তাই বলে যে খোদ নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে এমন করা হবে, সেটি কেউ আশা করে নাই।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ভারত। নেপিয়ারে প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে জয় পায় ভারত। এরপর মাউন্ট মাউনগানুইতে দ্বিতীয় ম্যাচে ৯০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলিরা। আর তাই নিউজিল্যান্ডের পুলিশও বিরাটদের এমন পারফরম্যান্সকে কিছুটা রসিকতার ভাষায় প্রশংসায় ভাসাল।
ঘরের মাঠে নিজেদের দল এভাবে পর্যদুস্ত হওয়ায় নিউজিল্যান্ড পুলিশ মর্মাহত। তবে এরই মধ্যে তারা রসিকতাও করতে ছাড়ছেন না। দেশটির ইস্টার্ন সেন্ট্রাল ডিস্ট্রিকট পুলিশ লিখেছে, ''ইস্টার্ন সেন্ট্রাল ডিস্ট্রিকট পুলিশ, জনসাধারণের জন্য পুলিশের পক্ষ থেকে একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সম্প্রতি একটি বিশেষ দলকে দেশে সফররত অবস্থায় দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা গত সপ্তাহে নেপিয়ার এবং মাউন্ট মাউনগানুইতে একদল নিরীহ নিউজিল্যান্ডবাসীকে খারাপভাবে নাস্তানাবুদ করেছে। যদি ক্রিকেট ব্যাট কিংবা বল হাতে সেই দলের কাউকে চোখে পড়ে তাহলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে।''
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর