এএফসি এশিয়ান কাপ ফুটবলের শেষ আটে উঠার লড়াইয়ে কাতারের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ইরাক। এই ম্যাচে ইরাকি ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফটোগ্রাফারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আল আজাই। এদিন, স্বচক্ষে নিজের দেশকে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার দৃশ্য ধারণ করার সময় তিনি আর আবেগ ধরে রাখতে পারেননি। ছলছল চোখেও আবার দায়িত্ব থেকে এক চুলও সরেননি। ছবি তোলার সময় তাই তার চোখ দিয়ে অঝোরে ঝরেছে অশ্রু। সেটা পাশ কোনো একজন ফটোগ্রাফার সেটা ধারণ করেন। এরপর এশিয়ান কাপ ফুটবলের ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে সেটা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের মানুষের অনুভূতিতে ছাপ ফেলতে সক্ষম হয়েছে এই ইরাকি ফটোগ্রাফারের পেশাদারিত্ব ও দেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা।
সূত্র: টেলিরিপোর্ট.কম
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৯/মাহবুব