অসাধারণ এক ক্যাচ নিয়ে যেন নিজের ফেরাটাই বোঝালেন হার্দিক পান্ডিয়া। নির্বাসন জীবন কাটিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে দলে সুযোগ পান পান্ডিয়া। মাঠে নেমেই তিনি প্রমাণ করে দিয়েছেন, এই ঘাত-প্রতিঘাতে তার খেলার ধার কমেনি মোটেও।
ম্যাচের ১৬.২ ওভারের বল করছিলেন চাহাল। চাহালের বল ফ্লিক করে দিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। শর্ট মিড-উইকেটে বাঁ দিক দিয়ে বল বেরিয়ে যাচ্ছিল। তখনই ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচটি তুলে নেন পান্ডিয়া।
চাহালের এই শিকারের পর নিউজিল্যান্ডের মেরুদণ্ডে জোড়া আঘাত হানেন পান্ডিয়া। অন্যপ্রান্ত দিয়ে নিউজিল্যান্ডের মিডল-অর্ডারের দুই ব্যাটসম্যান হেনরি নিকোলসকে ৬ ও মিচেল স্যান্টারকে ৩ রানে বিদায় করেন পান্ডিয়া।
১০ ওভার বল করেন তিনি। ৪৫ রান দিয়ে দুই উইকেট নেন। এর থেকে ভাল জবাব সমালোচকদের আর কী হতে পারে। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ভারত।
টেলিভিশন শোতে অশ্লিল মন্তব্য করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল পান্ডিয়াকে। তারপর থেকে সময় কেটেছে গৃহবন্দি হয়েই। হঠাৎই নির্বাসন তুলে নিউজিল্যান্ড সফরে তড়িঘড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন