বিসিবি সভাপতি নামজুল হাসান পাপন বলেছেন, সাব্বির আর কোন বিতর্কে জড়ালে আজীবন নিষিদ্ধ হবেন। তবে, তিনি এও বলেছেন, নিউজিল্যান্ড সফরে শৃঙ্খলার মধ্যে থাকলে বিশ্বকাপ দলে অবশ্যই থাকবেন সাব্বির।
বাস্তবতা হলো, সাব্বিরের ব্যক্তিগত কর্মকাণ্ডে খুবই বিব্রত ক্রিকেট বোর্ড। তাই এবার ভুল করলে আজীবনের নিষেধাজ্ঞা আসবে সাব্বিরের ক্রিকেট অধ্যায়ে।
সোমবার বিসিবি সভাপতির ঘোষণায় উঠে আসে সাব্বিরের শাস্তির বিষয়। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সাব্বিরকে বাদ দেওয়ার কথা বলেন তিনি। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা ও নগদ ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে সাব্বিরের শাস্তির শেষ যে এখানেই তাও বলেননি পাপন।
আগামী বোর্ড সভায় এ শাস্তির পরিমাণ আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘প্রস্তাবনা কি এসেছে তাই বলছি। এবারই তাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে। টাকার অঙ্ক কিন্তু অনেক। অনির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করার চিন্তাও করেছে (কমিটি)। আমরা বোর্ড মিটিংয়ে ফাইনাল করবো।’
জাতীয় লিগের শেষ রাউন্ডের খেলা চলাকালে ক্ষুদে এক দর্শককে পেটানো, ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে দুর্ব্যবহারের ফলে ডিসিপ্লিনারি কমিটি তার বড় ধরনের শাস্তির সুপারিশ করেছে। যার মধ্যে রয়েছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া, ২০ লাখ টাকা আর্থিক জরিমানার সঙ্গে ৬ মাস ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা।
উল্লেখ্য, শৃঙ্খলাভঙ্গের নানা অভিযোগে অভিযুক্ত জাতীয় দলের হার্ডহিটিং এই ব্যাটসম্যানকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৯/আরাফাত