নিজ মাঠে ভারতের বিপক্ষে চলমান সিরিজে শেষ দুই ওয়ানডের জন্য জেমস নিশাম ও টড অ্যাস্টলকে দলে ফিরিয়ে এনেছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে প্রথম তিন ওয়ানডে হেরে ভারতের কাছে পাঁচ ম্যাচের সিরিজ খুইয়েছে কিউইরা। এবার শেষ দু’ওয়ানডের জন্য দু’টি পরিবর্তন এনে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল ও লেগ স্পিনার ইশ সোধির পরিবর্তে দলে এসেছেন নিশাম ও অ্যাস্টল।
চলতি বছরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন নিশাম। যে কারণে ভারতের বিপক্ষে প্রথম তিন ওয়ানডের দলে সুযোগ হয়নি তার। ইনজুরি থেকে সুস্থ হয়ে ঘরোয়া আসরে সুপার স্ম্যাশে দু’টি ম্যাচে অংশ নেন তিনি। ওয়েলিংটনের হয়ে দু’টি টি-২০ ম্যাচে ব্যাট হাতে ১৮ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেটও নেন নিশাম। দেশের হয়ে ১২টি টেস্ট, ৪৪টি ওয়ানডে ও ১৫টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে নিশামের।
হাঁটুর ইনজুরি কারণে গেল নভেম্বর থেকে ক্রিকেট থেকে দূরে ছিলেন অ্যাস্টল। তবে চলতি মাসে ঘরোয়া আসরের স্ম্যাশ লিগে চারটি ম্যাচে অংশ নিয়ে নিজের ফিটনেসের প্রমাণ দেন তিনি। ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে ২ উইকেট নেন অ্যাস্টল। দেশের হয়ে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই অ্যাস্টলের। ৩টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ২টি টি-২০ খেলেছেন অ্যাস্টল।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুক ফার্গুসন, জেমস নিশাম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও রস টেইলর।
বিডি প্রতিদিন/এনায়েত করিম