মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজি ‘রাজশাহী কিংস’ এর অধিনায়ক। তার এই দলে রয়েছেন জাতীয় দলের সতীর্থ ও কৈশোরের বন্ধু বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান।
সেই অনূর্ধ্ব-১৬ দল থেকেই তাদের বন্ধুত্ব। অনূর্ধ্ব-১৯ থেকে শুরু করে জাতীয় দলে এক সঙ্গেই খেলছেন এই দুই তারকা ক্রিকেটার। যুব দলের মতো এখানেও ফিজের অধিনায়ক মিরাজ।
শেষ ওভারের রোমাঞ্চে গত শনিবার (২৬ জানুয়ারি) চিটাগং ভাইকিংসকে ৮ রানে হারায় রাজশাহী কিংস। ওই ম্যাচের শেষ ওভারে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দেন তারকা কাটার মাস্টার মুস্তাফিজ। ম্যাচ জেতার আনন্দ উদযাপন করতে গিয়ে টিম হোটেলে গিয়ে মুস্তাফিজের জন্য এক দফা নেচেছিলেন রাজশাহী কিংস অধিনায়ক মিরাজ।
কারও মোবাইলে ধারণকৃত সেই নাচ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বিষয়টি মোটেও ভালো লাগেনি মিরাজের কাছে। টিম হোটেলের ভেতরের ঘটনা, সেটি এভাবে ‘ভাইরাল’ হওয়ায় ক্ষুব্ধ মিরাজ।
রাজশাহী কিংসের এই তরুণ অধিনায়কের দাবি, সবাই দেখবে বলে তিনি এমনটি করেননি এবং অনুমতি ছাড়া সেটি ছড়িয়ে দেওয়াও মানতে পারেননি।
এ নিয়ে মিরাজের ভাষ্য, ‘আমি তো সবাইকে দেখাতে নাচিনি। মুস্তাফিজের সঙ্গে আমি মজা করছিলাম। আর অমনি এটা ছেড়ে দেওয়া হয়েছে ফেসবুকে। বিষয়টা আমার মোটেও ভালো লাগেনি।’
ভিডিও:
বিডি প্রতিদিন/কালাম