ব্রিসবেনে প্রথম টেস্টে পাওয়া এ চোটের কারণে দ্বিতীয় টেস্টে লঙ্কানদের হয়ে খেলতে পারবেন না দুশমান্থা চামেরা। অ্যাঙ্কেলের চোটে শ্রীলঙ্কা টেস্ট দল থেকে ছিটকে পড়েছেন তিনি।
সদ্য পাওয়া এ চোটের কারণে স্বদেশি আরেক পেসার লাহিরু কুমারার সঙ্গে দেশে ফিরতে হচ্ছে চামেরাকে। এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে পড়েছেন কুমারা। তার পরিবর্তে ২২ বছর বয়সি তরুণ পেসার চামিকা করুনারত্নেকে দলে ডেকেছে শ্রীলঙ্কার নির্বাচকরা। এক প্রেস বার্তায় এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, এ সফরে চোট পাওয়া শ্রীলঙ্কার তৃতীয় পেসার চামেরা। তার আগে নুয়ান প্রদীপ ও লাহিরু কুমরা চেটের কারণে ছিটকে পড়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ