আইসিসির আদেশ অমান্য করায় আন্তর্জাতিক ক্রিকেটে আম্বাতি রাইডুর বোলিংয়ের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যদিও ঘরোয়া ম্যাচে তার বোলিংয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই।
বিবৃতিতে জানানো হয়, ‘সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ ওঠার প্রেক্ষিতে নির্দিষ্ট ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট ক্রিকেটার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেননি। যে কারণে অবিলম্বে বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। পরীক্ষা দিয়ে নিজেকে সন্দেহমুক্ত না করা পর্যন্ত তার বোলিংয়ের ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে।’
আইসিসির বিধির ৪.২ ধারা অনুসারে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রাইডুর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ