সাব্বির রহমান এবং সৌম্য সরকার। প্রথমজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সমালোচিত ক্রিকেটার আর দ্বিতীয়জন অপার সম্ভাবনাময়। আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে ডাক পেয়েছেন এই দু'জনই। আর তারপর থেকেই তাদের দলে রাখা নিয়ে চলছে বিস্তর আলোচনা ও সমালোচনা। আর এ প্রসঙ্গেই এবার মুখ খুললেন দেশের জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফর উল্লাহ শারাফাত।
তার মতে, বিসিবির এমন সিদ্ধান্ত হঠকারী। বিপিএলেও সৌম্য সরকার যে দলটিতে খেলে থাকেন সেখানেও গত কিছু ম্যাচে তাকে একাদশে নেওয়া হয়নি। এমন একজন ক্রিকেটারকে কোন পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলের স্কোয়াডে রাখার কোন ভিত্তি নেই। নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্টদের এই রকম হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।’
সাব্বিরের দলে ডাক পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘নানা কার্যকলাপ ও অনেক কেলেঙ্কারির কারণে সাব্বিরকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হল। ফেব্রুয়ারির শেষদিকে বহিষ্কারাদেশ শেষ হতো। কীভাবে তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগে স্কোয়াডে ডাকা হল এটি অবাক করা ব্যাপার। আমি আশা করবো এমন হঠকারী সিদ্ধান্ত থেকে বোর্ড ভবিষ্যতে বিরত থাকবে।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর