বর্তমান সময়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ বোর্ড বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। একই সঙ্গে দুর্নীতিতে জর্জরিত শ্রীলঙ্কান ক্রিকেটকে পরিষ্কার হওয়ার আহ্বান জানিয়েছে আইসিসি।
নিজেদের অপরাধ স্বীকার করে নেয়ার জন্য আইসিসি ১৫ দিন সময় বেঁধে দিয়েছে দুর্নীতিতে জড়িত লঙ্কান খেলোয়াড় ও কর্মকর্তাদের। আইসিসির বেঁধে দেয়া সময়ের জবাবে ইতিবাচক সাড়া মিলছে বলে জানিয়েছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)।
আকসু প্রধান অ্যালেক্স মার্শাল গত সোমবার সোমবার বিবৃতিতে জানান, অনেকের স্বীকারোক্তিতে অজানা অনেক জোচ্চুরির ঘটনাও নিকট ভবিষ্যতে আলোতে আসবে। নির্দিষ্ট সময়সীমার পর কারও দুর্নীতি প্রমাণ হলে তাকে কমপক্ষে পাঁচ বছর নিষিদ্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন আকসু প্রধান।
উল্লেখ্য, গত বছর ইংল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের একটি টেস্ট নিয়েও তদন্ত করছে আকসু। গত নভেম্বরে দুর্নীতির সন্দেহে সাবেক লঙ্কান পেস বোলার দিলাহারা লোকুত্তিগেকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। তার আগে লঙ্কান কিংবদন্তি ও সাবেক প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া ও সাবেক পেসার নুয়ান জয়সার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আকসু।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর