ফের শিরোনামে বিগ ব্যাশ। এবার জোফ্রা আর্চারের দুরন্ত ক্যাচ ভাইরাল হয়ে গেল। এই ক্যাচের পর ক্রিকেটপ্রেমীরা এটিকে চলতি বিগ ব্যাশের সেরা ক্যাচ বলে আখ্যায়িত করেছে।
মঙ্গলবার বিগ ব্যাশ টি২০ লিগে খেলা চলছিল হোবার্ট হ্যারিকেনস এবং ব্রিসবেন হিট'র মধ্যে। ম্যাচে ২৩ বছরের আর্চার বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠালেন ম্যাক্স ব্রায়ান্টকে। ম্যাচটিও সহজে জিতে নিয়েছে হোবার্ট হ্যারিকেনস।
ব্রিসবেন হিট এর ইনিংসের সময়ই ঘটনাটি ঘটে। সপ্তম ওভারটি করছিলেন জেমস ফকনার। ব্রিসবেনের ম্যাক্স ব্রায়ান্ট লং অনের উপর দিয়ে ছয় মারার চেষ্টা করেছিলেন। কিন্তু বাউন্ডারি লাইন পার হওয়ার আগেই দৌড়ে গিয়ে ডান হাতে ক্যাচটি ধরেন আর্চার। এরপর ভারসাম্য রাখতে না পেরে তিনি বাউন্ডারি লাইন টপকে ফেলেন।
কিন্তু তার আগে বলটি তিনি মাঠের মধ্যে ছুঁড়ে দিয়েছিলেন। এরপরই চকিতে মাঠে ঢুকে ক্যাচটি পুনরায় ধরে ফেলেন আর্চার। বল হাতেও দুরন্ত পারফরম্যান্স করেছেন আর্চার। দু’টি উইকেট পান। তবে তার দুরন্ত ক্যাচটিই ভাইরাল হয়ে গেছে। ম্যাচটিও ৯ উইকেটে জিতে যায় হোবার্ট হ্যারিকেনস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর