শুধু পেলে বা ম্যারাডোনা নন। লিওনেল মেসির সমালোচক এখন তাঁর ৬ বছরের ছেলে থিয়াগোও। এক সাক্ষাৎকারে বার্সেলোনা মহাতারকা স্বয়ং তা জানালেন।
বার্সেলোনা অধিনায়ক ও লা লিগার রেকর্ড গোলদাতা ওয়ার্ল্ড সকার পত্রিকাকে বলেন, ‘‘থিয়াগো আমার তিন ছেলের মধ্যে বয়সে সব চেয়ে বড়। তাই ফুটবলটা আমার বাকি দুই সন্তানের চেয়ে ভাল বোঝে। সেটা স্বাভাবিকও। ও লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট নিয়মিত দেখে। আর সারাক্ষণ ফুটবল নিয়ে কথা বলে।’’ যোগ করেছেন, ‘‘ইতিমধ্যেই থিয়াগো কয়েক বার আমার সমালোচনা করেছে। নানা রকম প্রশ্ন তো করেই। সঙ্গে খারাপ ফল হলে তার নানা কারণও বলে দেয়।’’
মেসি জানিয়েছেন, আগে তিনি বাড়িতে ফুটবল নিয়ে কথা বলা পছন্দ করতেন না। কিন্তু থিয়াগোর জন্যই এখন খারাপ ফলের ম্যাচ নিয়েও বাড়িতে কথা বলেন, ‘‘ব্যাপারটা আগের মতো নেই। থিয়াগোর জন্যই বাড়িতেও ফুটবল নিয়ে কথা বলতে হয়। খারাপ ফলের পরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। তখন কিছুই ভাল লাগে না। মনে হয় না, সেই ম্যাচ নিয়ে কারও সঙ্গে কথা বলি। কিন্তু থিয়াগোর জন্যই হেরে যাওয়া ম্যাচ নিয়েও কথা বলতে বাধ্য হই। কেন জিততে পারলাম না, ওর কাছে আমাকে ব্যাখ্যা করতেই হয়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ