জ্বলে উঠতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে পারেননি জুভেন্টাসের দিবালা, মাতুইদি কিংবা খেদিরাদের কেউই। ফলে ৩-০ গোলের ব্যবধানে জুভেন্টাসকে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে স্বাগতিক আতালান্টা।
জাপাতার জোড়া গোল ছাড়াও গোল করেছেন কাসতাগনে। এ জয়ে কোপা ইতালিয়ার সেমি ফাইনাল নিশ্চিত করেছে আতালান্টা।
আতালান্টার মাঠে ১২তম মিনিটেই গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন রোনালদো। পুরো ম্যাচে এমন আরও সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জুভেন্টাসের পর্তুগিজ সেনা।
অতিথিদের বুকে প্রথম ছুরি চালান আতালান্টার কাসতাগনে। জুভেন্টাসের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান কাসতাগনে। মিনিট দু-এক পর আলেগ্রির শিষ্যদের ফের হতাশায় ডোবায় আতালান্টা। এবার কারিগর জাপাতা। পেসালিচের রক্ষণচেরা পাস থেকে বল পেয়ে ক্লিনিক্যাল ফিনিশিং করেন জাপাতা। প্রথমার্ধেই পরপর দুই গোল হজমের ধকল সামলাতে পারেনি জুভেন্টাসের খেলোয়াড়েরা। তাদের শরীরী ভাষায় পরিষ্কার ভাবেই সেটা ফুটে উঠেছিল। মেজাজ ধরে রাখতে পারেননি আলেগ্রিও। আলেগ্রি তর্কে জড়িয়ে পড়ায় সাইড লাইনে দাঁড়িয়ে শিষ্যদের খেলা দেখে তাদের নির্দেশনা দেওয়ার সুযোগটা কেড়ে নেন রেফারি।
প্রথমার্ধেই আরও গোটা দু-এক গোল পেত স্বাগতিকেরা। জুভেন্টাসের গোলরক্ষক সেজনি দেয়াল হয়ে না দাঁড়ালে গোল সংখ্যা আরও বাড়ত নিশ্চিত।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মিনিট চারেক আগে ইতালিয়ান জায়ান্টদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন প্রথমার্ধে গোল করা জাপাতা।
সেমি ফাইনাল নিশ্চিত করে প্রতিযোগিতা থেকে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে দেয় আতালান্টা ।
বিডি প্রতিদিন/কালাম