আধুনিক ফুটবলে রেকর্ড আর রোনালদো কার্যত সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ ঘুরে জুভেমটাসে যোগ দেওয়া রোনালদো ক্লাব বদলালেও গোল করার অভ্যাস বজায় রেখেছেন আগের মতোই। গোল করার ধারাবাহিকতা বজায় রাখার পথে রোনালদো গড়ে চলেছেন নতুন নতুন রেকর্ড। লাজিওর বিরুদ্ধে জুভেন্তাসের শেষ সিরি-এ ম্যাচে ঠিক তেমনই একটি নতুন রেকর্ড গড়লেন রোনালদো।
ইতিমধ্যেই চলতি ইতালিয়ান লিগে জুভেন্টাসের সর্বোচ্চ গোলদাতা সিআর সেভেন। লিগের ২১ ম্যাচে মোট ৪৩টি গোল করেছে জুভেন্টাস। তার মধ্যে রোনালদোর পা থেকে এসেছে ১৫টি গোল। সিরি-এ’র সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়েও রয়েছেন ক্রিশ্চিয়ানো। এই হিসাবে তার থেকে একটি গোল বেশি করেছেন স্যাম্পদোরিয়ার ৩৫ বছর বয়সি স্ট্রাইকার ফ্যাবিও কাগলিয়ারেলা। সুতরাং ফ্যাবিওকে টপকে যাওয়ার পর্যাপ্ত সুযোগ রয়েছে রোনালদোর সামনে।
তবে রোনালদো ইতিমধ্যেই অ্যাওয়ে ম্যাচে গোলের হিসাবে রেকর্ড গড়ে ফেলেছেন। লাজিওর বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জুভেন্টাসের হয়ে জয়সূচক গোল করা মাত্রই রেকর্ড বইয়ে নিজের নাম তুলে ফেলেন পর্তুগীজ তারকা। সিরি-এ’র ইতিহাসে প্রথম ফুটবলার হিসাবে টানা আটটি অ্যাওয়ে ম্যাচে গোল করেন রোনালদো।
ইতালিয়ান লিগে আরও একটি রেকর্ড ইতিমধ্যেই পকেটে পুরেছেন রোনালদো। কোনো পর্তুগীজ ফুটবলারের সিরি-এ’র এক মৌসুমে সর্বাধিক গোল করার নজির এখন ক্রিশ্চিয়ানোর দখলেই। তিনি টপকে গিয়েছেন রুই ব্যারিয়র্সের ইতালিয়ান লিগে এক মৌসুমে ১২টি গোল করার রেকর্ড৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর