মাশরাফি বিন মর্তুজা। যিনি ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তেমন উচ্ছ্বসিত হন না। যদিও পারফরম্যান্স তার কম নয়।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলেছেন ম্যাশ। উইকেট নিয়েছে ২৫০-এর অধিক। তবে এসব পরিসংখ্যানকে তিনি গুরুত্ব না দিলে ক্যারিয়ার শেষে বিষয়টি হয়তো তৃপ্তি দেবে তাকে। এমনটাই মনে করেন মাশরাফি।
সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন, আমি আসলে একটু অন্যরকম। এমন পরিসংখ্যান তো ভালো লাগারই কথা। ক্যারিয়ার শেষে না, এখনই ভালো লাগার কথা। কিন্তু জানি না, আমি তা কেন পারি না। হয়তোবা খেলার মধ্যে আছি বলে। যখন খেলা ছেড়ে দেবো, তখন হয়তো এ ব্যাপারগুলো মাথার মধ্যে বেশি করে আসবে।
মাশরাফি আরও বলেন, সত্যি যে, পরিসংখ্যান মাথায় রেখে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম। যখন প্রথম টেস্টে চার উইকেট পাই, তখন স্বপ্ন হয়েছিল টেস্টে তিনশ’ উইকেট নেবেই। ওই দিনই দলের সঙ্গে সোনারগাঁ হোটেলে ফিরে ডায়েরিতে তা লিখে রেখেছিলাম, তারিখ-টারিখ দিয়ে। ওয়ানডেতে কোনো টার্গেট ছিল না, কিন্তু লক্ষ্য ছিল টেস্টে তিনশ’ উইকেট নেবো। তখন আমার বয়স ১৭-১৮ বছর (প্রায় ১৮ বছর আগে)। ছোটবেলার স্বপ্ন তৈরি হয়েছে টেস্ট ক্রিকেট দিয়ে। তো ইনজুরির কারণে ওই টেস্টের স্বপ্নে যখন আঘাত লেগেছে, এরপর আর পরিসংখ্যান-টরিসংখ্যান নিয়ে চলি না।
‘স্রেফ খেলি, উপভোগ করি আর বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করি। এই প্রতিনিধিত্ব করার চেয়ে বড় অর্জন আমার জীবনে আর কিছু নেই। এর চেয়ে বড় কিছু আসবে বলেও মনে করি না। প্রতি ম্যাচে নামি এই ভেবে যে, খেলার কোনো ক্ষেত্রে আমার যেন একটু অবদান থাকে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৯/আরাফাত