কয়েকাদন আগে পেপ গার্দিওলা গত দশকের সেরা তিনটি ক্লাবের নাম বলার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সেই তালিকায় ম্যানচেস্টার সিটি কোচ রাখেন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাসকে। কিন্তু ইউরোপ সেরার প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের নাম তালিকায় রাখেননি তিনি। এ ব্যাপারে বুধবার রিয়াল মাদ্রিদের কোচ সান্তিয়াগো সোলারিকে প্রশ্ন করা হলে তিনি জানান, গার্দিওলা ইচ্ছাকৃতভাবেই রিয়ালের নাম বাদ দিয়েছেন। রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা ক্লাব এবং গেল দশকেরও।
এ সময় সোলারি বলেন, ‘মনে হচ্ছে গার্দিওলা ইচ্ছাকৃতভাবেই রিয়ালের নাম বাদ দিয়েছেন। রিয়াল মাদ্রিদ গেল দশকের তো বটেই, ইতিহাসের সেরা ক্লাব। রিয়াল মাদ্রিদকে বাদ দিয়ে সেরা ক্লাবের তালিকা তৈরি করাটা কঠিন।’
উল্লেখ্য, বর্তমান ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর অবশ্য রিয়াল মাদ্রিদ বেশ ভুগেছে। শেষ পর্যন্ত মাদ্রিদের ক্লাবটি তাদের কোচ জুলেন লুপেতেগুইকে বরখাস্ত করেছে। তবে নতুন কোচ সান্তিয়াগো সোলারির তত্ত্বাবধানে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে স্প্যনিশ জায়ান্ট ক্লাবটি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ