দিনাজপুরে অনুর্ধ্ব ১৫ ফুটবলের জাতীয় পর্যায়ের বাছাই ক্যাম্পের উদ্বোধনী করা হয়েছে। বাছাই পর্বে জেলার ১৩ উপজেলার ১১৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।
আগামীকাল অনুর্ধ্ব ১৯ ফুটবল এর বাছাই হবে। সেখানে আরও বেশি খেলোয়াড় অংশ নিবে বলে জানান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. গোলাম নবী দুলাল।
শুক্রবার দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. গোলাম নবী দুলাল। এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আবু ইবনে রজব, জাতীয় কোচ ও প্রশিক্ষক মাহবুব আলম পলো প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে আগামী দিনে একটি সুষ্ঠ সমাজ গড়ে তুলতে। তাই প্রতিটি খেলোয়াড়কে দেশ ও জাতির কল্যাণের জন্য তৈরি হতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা