নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত পূরণ হতে না হতেই চলে এসেছে টেস্ট সিরিজ। তবে প্রথম টেস্টে মাঠে নামার আগে বেশ কয়েকদিন সময় পাচ্ছেন ক্রিকেটাররা। হ্যামিল্টনে প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। তবে তার আগে আজ শনিবার ক্রাইস্টচার্চে দুই দিনের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হয়েছে টাইগাররা।
এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আশা জাগানিয়া ব্যাটিং করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জুড়ে ধুঁকতে থাকা টাইগারদের ব্যাটিং প্রস্তুতি ম্যাচে অন্তত কিছুটা স্বস্তি এনে দিতে পারে। রান পেয়েছেন ব্যাটিংয়ে নামা সবাই। ফলে ৯৬.১ ওভারে ৪১১ রান তুলেছে বাংলাদেশ।
দলের চার ব্যাটসম্যান করেছেন ফিফটি। প্রস্তুতির স্বার্থে স্বেচ্ছায় অবসরে গিয়েছেন চার জন। মূল ব্যাটসম্যানদের মধ্যে শুধু মুমিনুল হক আউট হয়েছেন ২০ রানে।
ওয়ানডে সিরিজে রান না পেলেও এ দিন তামিম ইকবাল ৮৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৫ করেছেন। সাদমান ইসলামের সঙ্গে তার উদ্বোধনী জুটি ছিল ১১৩ রানের। লাঞ্চের পর ১১৩ বলে ৯ চারে ৬৭ রান করে আউট হন ওপেনার সাদমান। তিনে নেমে ৩০ বলে ২০ রান করে মুমিনুল।
পরের চার ব্যাটসম্যানই রানের দেখা পেয়েছেন এবং অন্যদের সুযোগ দিতে ইনিংস ছেড়েছেন। ৬ চারে ৯১ বলে ৬২ করেছেন লিটন দাস, সমান চারে সৌম্য সরকার ৭৫ বলে ৪১। এছাড়া মাহমুদউল্লাহ ৮ চার ও ১ ছক্কায় ৬০ বলে ৫৯ এবং ও মেহেদী হাসান মিরাজ ৬টি চার ও দুটি ছক্কায় ৬৭ বলে ৫১ রানের ইনিংসে খেলেন।
চোটের কারণে প্রস্তুতি ম্যাচে খেলছেন না মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম