২১ এপ্রিল, ২০১৯ ১৭:২৮

পৃথিবীর কোনো দেশই এখন আর নিরাপদ নয় : মুশফিক

অনলাইন ডেস্ক

পৃথিবীর কোনো দেশই এখন আর নিরাপদ নয় : মুশফিক

শ্রীলঙ্কায় হামলা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে টুইট করে শ্রীলঙ্কায় নৃশংস হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

টুইট বার্তায় মুশফিকুর রহিম বলেন, এই ধরনের খবর শুনতে আর ভালো লাগে না। ঘটনায় নিহত এবং হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি। এসব ঘটনা প্রমাণ করে পৃথিবীতে কোনো দেশই এখন আর নিরাপদ নয়।

তার এ টুইটের দুই ঘণ্টার ব্যবধানে শতাধিক মানুষ এতে প্রতিক্রিয়া জানান। তারা সবাই শ্রীলঙ্কার এ ট্রাজেডিতে নিন্দা ও শোক জানান।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে এখন ১৬৩ জনে দাঁড়িয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। নিহতের মধ্যে অন্তত ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন।

রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির ক্যাথলিক গির্জায় তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া কলম্বোর মূল কেন্দ্রে অবস্থিত তিনটি বিলাসবহুল হোটেল সিন্নামন গ্রান্ড, কিংসবুরি ও শ্যাংরি লা হোটেলে বিস্ফোরণ ঘটে।

বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর