আইসিসি বিশ্বকাপের আগে মাঠের বাইরের খেলা শুরু করে দিয়েছে ইংল্যান্ডের সমর্থক দল বার্মি আর্মি। অস্ট্রেলিয়া দলের মনোবলে ঘা দিতে ডেভিড ওয়ার্নারকে টার্গেট করেছে তারা।
নিজেদের অফিসিয়াল টুইটার পেজে বার্মি আর্মি অজি ক্রিকেটারদের কিছু ছবি প্রকাশ করে, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিশ্বকাপের জার্সিতে যে সব পোর্ট্রেট প্রকাশ করা হয়, সেগুলিকেই কিছুটা বিকৃত করা হয়েছে এই টুইটার পোস্টে।
নাথান লায়ন ও মিচেল স্টার্কের হাতে বলের পরিবর্তে হলুদ স্যান্ডপেপার ধরিয়ে দেওয়া হয়েছে ছবিতে। ওয়ার্নারের জার্সির সামনে ‘CHEATS’ (প্রতারক) শব্দটি লিখে দেওয়া হয়েছে। জার্সির বুকে ঠিক ওই জায়গাতেই ‘অস্ট্রেলিয়া’ লেখা ছিল আসল ছবিতে।
বিডি প্রতিদিন/ফারজানা