পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি তার পছন্দের সর্বকালের সেরা বিশ্বকাপ দল তৈরি করেছেন। যে দলে শচীন টেন্ডুলকার বা ধোনির জায়গা হয়নি। তবে সুযোগ পেয়েছেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। এটা নিয়েও চলছে সমালোচনা। যা নিয়ে মুখ খুলেছেন আফ্রিদি।
শচীন ও ধোনিকে বাদ দিয়ে বিরাটকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। আফ্রিদির কথায়, ‘শচীন ও ধোনি সেরাদের তালিকায় পড়ে। ভারতীয় ক্রিকেটে তাদের প্রচুর অবদান রয়েছে। কিন্তু কোহলিকে দলে নেওয়ার একমাত্র কারণ, ওর ব্যাটিং দেখতে বড় ভাল লাগে।’
আফ্রিদির সেরা একাদশে আছেন সঈদ আনোয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, বিরাট কোহলি, ইনজামাম-উল-হক, জাক কালিস, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রাথ, শেন ওয়ার্ন, শোয়েব আখতার, সাকলাইন মুস্তাক।
এই দল নিয়েও বিতর্কের শেষ নেই। তবে ভারতীয় ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আফ্রিদি বলেছেন, ‘আমি প্রতিটি ভারত সফর উপভোগ করেছি। যখনই ভারতে গেছি। প্রচুর ভালবাসা পেয়েছি। বলতে পারেন আমি ভারতীয় ক্রিকেটকে সম্মান করি।’
এরপরই আফ্রিদি বলেন, ‘দুই দেশের সম্পর্ক একমাত্র ঠিক হতে পারে ক্রিকেটের মাধ্যমে। এই দুই দেশ নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেললে পরিস্থিতির উন্নতি হবে।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর