দুর্দান্ত সময় পার করছে ম্যানচেস্টার সিটি। শেষ ম্যাচে রবিবার লিগ টেবলে সতেরো নম্বরে থাকা ব্রাইটনকে হারালেই টানা দু’বার ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যানসিটি। ম্যাচটি ম্যানসিটির অ্যাওয়ে ম্যাচ।
রবিবার একই সময় খেলবে লিভারপুল। বার্সেলোনাকে হারিয়ে দুরন্ত প্রত্যাঘাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার পরে রবিবার একই সময়ে ইপিএলের ম্যাচ ‘দ্য রেডস’-এরও। প্রতিপক্ষ উলভস। এবারের লিগে উলভস কিন্তু বেশ ভাল খেলেছে। টেবলে তারা সাত নম্বরে। ম্যানচেস্টার ইউনাইটেডের ঠিক পরেই।
ম্যানসিটি শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করলে এবং উলভসকে লিভারপুল হারিয়ে দিলে য়ুর্গেন ক্লপের ক্লাব প্রায় তিন দশক পরে ইংল্যান্ডের লিগ জিতবে (প্রথমবার প্রিমিয়ার লিগ)। শেষ ম্যাচ খেলার আগে লিগ টেবলের শীর্ষে থাকা ম্যান সিটির পয়েন্ট ৯৫ (৩৭ ম্যাচে)। সমান সংখ্যক ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ৯৪।
ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলন করতে এসে ম্যানসিটির ম্যানেজার গুয়ার্দিওলা বলে দিলেন, শেষ ম্যাচে লিভারপুল কী করবে তা নিয়ে তাঁর আগ্রহ নেই, ‘‘আমাদের কী করতে হবে সে দিকে মন দেওয়াটাই আসল। কারণ আমরা জিতলে কে কী করল তাতে কিছু আসবে যাবে না।’’
সঙ্গে যোগ করেন, ‘‘খুব ভাল হয় ম্যাচের শুরুর দিকে গোল পেয়ে গেলে। এ’সপ্তাহে ব্রাইটন রক্ষণ কীভাবে খেলেছে তা ভাল করে বিশ্লেষণ করেছি। এফএ কাপে ওদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। ব্রাইটনকে হারানো কিন্তু সহজ নয়।’’
গুয়ার্দিওলার আরও মন্তব্য, ‘‘ভাল করেই জানি এই ম্যাচটায় কীভাবে খেলতে হবে। এটাও জানি, আমরা জিতলে লিভারপুল হারল কী পয়েন্ট নষ্ট করল তাতে কিছু আসবে যাবে না।’’
এখানেই থামেননি লিওনেল মেসির প্রাক্তন কোচ, ‘‘চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলে সবাই ম্যানেজারকে আক্রমণ করে। ইওরোপের সেরা প্রতিযোগিতায় আমরা সফল হইনি। তাই এই মুহূর্তে যা কিছু করার প্রিমিয়ার লিগেই করতে হবে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ