দুর্দান্ত ফর্মে আছে লিভারপুল। দলের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনহোকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগে অসাধ্য সাধন করেছে ইংলিশ ক্লাবটি। ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে অলরেডসরা।
এর আগে, নিউক্যাসলের বিপক্ষে জয়ের ম্যাচে মাথায় চোট পাওয়ায় দলের হয়ে শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি সালাহ। তবে মাথার চোট সেরে ওঠায় দলের হয়ে ইংলিশ লিগে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামতে প্রস্তুত সালাহ।
চ্যাম্পিয়নস লিগের মতো ইংলিশ লিগ শিরোপার স্বপ্ন দেখতে হলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে জয়ের বিকল্প নেই লিভারপুলের। লিগ শিরোপা ঘরে তুলতে হলে জয়ের পাশাপাশি শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির অমঙ্গলও কামনা করতে হবে তাদের। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলের সেরা তারকাকে সুস্থ পাওয়ার কথা জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লুপ।
সালাহ আগের চেয়ে ভালো আছেন বলে শুক্রবার ক্লপ বলেন, ‘বার্সেলোনার বিপক্ষে জয়ের পর উদযাপনে দৌড়ের সময় সালাহকে স্বচ্ছন্দ লাগছিল। গতকাল ও তার আগের দিন সে দৌড়েছে। আজ সে অনুশীলনে অংশ নেবে।’
তবে চোট কাটিয়ে উঠতে পারেননি লিভারপুলের আরেক ফরোয়ার্ড রবের্তো ফিরমিনহো। পেশির চোটের কারণে শেষ চার ম্যাচে দলের শুরুর একাদশে ছিলেন না ব্রাজিলের এই ফুটবলার। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে চোট পাওয়া লেফট-ব্যাক অ্যান্ড্রু রবার্টসন ও অধিনায়ক জর্ডান হেন্ডারসন অবশ্য মাঠে নামার ছাড়পত্র পেয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ