স্বাগতিক দেশ হিসেবে এবার ইংল্যান্ড খেলবে বিশ্বকাপ। ইংলিশ ক্রিকেটারদের মাথায় তাই রাজ্যের বোঝা! শেষ দুই বিশ্বকাপে স্বাগতিক দেশ জিতেছে গৌরবের মুকুটে। এবার ইংল্যান্ড সেই শিরোপা জিততে চায়। কাটাতে চায় শিরোপার দুঃস্বপ্ন।
আসন্ন বিশ্বকাপে স্বাগতিক দেশ ও শক্তিশালী দল হিসেবে এগিয়ে ইংল্যান্ড। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ইংল্যান্ড অনন্য। শেষ চার বছরে নির্দিষ্ট পরিকল্পনায় এগিয়েছে দলটি।
কিন্তু দল নির্বাচন এখন মরগ্যানের মাথা ব্যথার সবথেকে বড় কারণ। দলের ভেতরের প্রতিযোগীতা এতোটাই বেশি যে কাকে রেখে কাকে বিশ্বকাপে মূল স্কোয়াডে জায়গা দেওয়া হবে তা নিয়ে চিন্তিত মরগ্যান।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত দুইজনকে সরে যেতে হবে। সিদ্ধান্তটা আমাদের জন্য অনেক কঠিন। কারণ তারা প্রত্যেকেই পারফর্ম করছে। যদি পারফর্ম না করতো তাহলে কাজটা আমাদের জন্য সহজ হতো। তবুও তারা দলের জন্য অবদান রাখছে সেটাও বড় বিষয়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ