স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা আগেই নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়ার পর কাতালানদের প্রয়োজন ছিল একটা জয়। ২৫ মে কোপা ডেল’রে ফুটবলের ফাইনালের আগে দলকে মানসিকভাবে চাঙ্গা রাখতে তাই গেটাফের বিপক্ষে পূর্ণশক্তির একাদশই মাঠে নামে।
ঘরের মাঠে ন্যু ক্যাম্পে ম্যাচের ৩৯ মিনিট প্রথম গোলের দেখা পায় বার্সা। লিওনেল মেসির ফ্রি কিক থেকে হেড দেন জেরার্ড পিকে, সেই বল ফিরিয়ে দেন গেটাফে গোলরক্ষক। ফিরতি বল ডান পায়ের শটে জালে জড়ান আর্তুরো ভিদাল।
বিরতির পর গেটাফের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চলাতে থাকে স্বাগতিকরা। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে ডিজেনের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দের শিষ্যরা।
এই জয়ে ৩৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৬।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ