মহেন্দ্র সিং ধোনি আরও একটা মাইলস্টোন তৈরি করে ফেললেন। আইপিএলের ইতিহাসের সফলতম উইকেটরক্ষক হলেন তিনি। আইপিএলের ইতিহাসে ১৩২ টি আউট করলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বাদশ আইপিএলের ফাইনালে হায়দরাবাদের মাঠে এই নজির গড়লেন তিনি।
এদিন কুইন্টন ডি কক ও রোহিত শর্মার ক্যাচ নেন আইপিএলের এই সফলতম অধিনায়ক। শার্দুল ঠাকুরের বলে মুম্বাইয়ের প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কককে প্রথম তালুবন্দি করেন ধোনি। রোহিত যখন ১৫ রানে আউট হন সেটাও যায় ধোনির দস্তানায়। তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।
বিডি-প্রতিদিন/তাফসীর