সময়টা মোটেও ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ ফুটবল লিগে এবার রিয়াল সোসিয়েদাদের কাছে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
রবিবার রাতে ম্যাচের ৬ মিনিটের মাথায় ডিয়াজের গোলে এগিয়ে যায় গ্যালাকটিকোরা। ২৬ মিনিটে মিকেল মেরিনোর গোলে সমতায় ফেরে সোসিয়েদাদ। তবে ৩৯ মিনিটে রিয়াল মাদ্রিদের ভেলেজো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
বিরতির পর ৫৭ মিনিটে জোসেবা ও ৬৭ মিনিটে বারেনেটাক্সার গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় রিয়াল সোসিয়েদাদ।
প্রসঙ্গত, স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ