খারাপ সময় কিছুতেই কাটিয়ে উঠতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাঞ্চেস্টার সিটির চ্যাম্পিয়ন হওয়ার দিনে ঘরের মাঠে কার্ডিফ সিটির কাছে হেরে বসল রেড ডেভিলসরা। ওল্ড ট্র্যাফোর্ডে লিগ টেবিলের ১৮ নম্বরে থাকা দলের কাছে ০-২ গোলে হেরে এবারের মতো প্রিমিয়র লিগ অভিযান তথা ঘরোয়া মৌসুম শেষ করল ম্যান ইউ।
জিতলেও অবশ্য লিগ টেবিলে অবস্থান বদল হতো না ইনাইটেডের। হারের ফলে ৩৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থেকে লড়াই শেষ করে তারা। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল ম্যানচেস্টারের। এবার সরাসরি ইউরোপা লিগ খেলার টিকিটও আদায় করতে ব্যর্থ হল ক্লাবটি। যার ফলে আগামী মৌসুমে ইউরোপা লিগের যোগ্যতা অর্জন পর্বে নামতে হবে ম্যান ইউ'কে৷
ওল্ড ট্র্যফোর্ডে ম্যাচের দুই অর্ধে দুইটি গোল করে কার্ডিফ সিটি। দু’টি গোলই আসে মেন্ডজ-লাইংয়ের পা থেকে। ২৩ মিনিটে পেনাল্টি থেকে ইউনাইটেডের জালে প্রথমবার বল জড়ান মেন্ডেজ। ৫৪ মিনিটে দ্বিতীয়বার গোল করে ব্যবধান দ্বিগুন করেন তিনি।
উল্লেখ্য, এটিই ছিল ইউনাইটেডের জার্সিতে অ্যান্তনিও ভ্যালেন্সিয়ার শেষ ম্যাচ। ম্যানচেস্টারের হয়ে ৩৩৯ টি ম্যাচে মাঠে নেমে দুইবার প্রিমিয়র লিগ জিতেছেন তিনি। ১টি এফএ কাপ, ২টি লিগ কাপ এবং একটি ইউরোপা লিগ জয়ের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে। যদিও ওল্ড ট্র্যাফোর্ডে তার বিদায়টা মধুর হল না।
বিডি-প্রতিদিন/তাফসীর